শ্যামনগরের কৃতি সন্তান অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডভোকেট মাসুদুল আলম দোহাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসুদুল আলম শ্যামনগরের প্রথম ব্যক্তি হিসেবে এই পদে অধিষ্ঠিত হলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষে ২০০৬ সালে আইন পেশায় যোগদান করেন মাসুদুল আলম দোহা।তরুণ এই আইনজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগাল এইড কমিটির সদস্য হিসেবে গভীর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষক দম্পতির সন্তান তিনি।
পিতা নকিপুর সরকারি এইচসি পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ এবং মাতা মরহুমা মিসেস মমতাজ ওয়াহেদ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
এর আগে ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়া একই বছরের ১৩ আগস্ট আরও ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।
এরপর ২০২৪ সালের ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন