পাকিস্তানের হৃদয় ভেঙে জিম্বাবুয়ের স্মরণীয় জয়


MD Anowarul Islam প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৯:১২ অপরাহ্ন / ৮৯
পাকিস্তানের হৃদয় ভেঙে জিম্বাবুয়ের স্মরণীয় জয়

সুন্দরবন নিউজ অনলাইন ডেস্ক: পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়াল শেষ ওভারে। প্রতিটি বলের পরতে পরতে ছড়াল উত্তেজনা। প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে স্নায়ুর চাপ ধরে রেখে দুর্দান্ত বোলিং করলেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়ে মাতল স্মরণীয় জয়ের উল্লাসে। পাকিস্তানের সঙ্গী হলো আরেকটি হৃদয় ভাঙা হার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে। পার্থে বৃহস্পতিবার স্রেফ ১৩০ রানের পুঁজি নিয়ে সাবেক চ্যাম্পিয়নদের তারা থামিয়ে দিল ১২৯ রানে।
শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করেন ইভান্স।

এই সংস্করণে দল দুটির ১৮ বারের মুখোমুখি লড়াইয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় জয় এটি, আর দুটিই সবশেষ তিন ম্যাচের মধ্যে। গত বছরের এপ্রিলে হারারেতে ১১৮ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে ৯৯ রানে গুটিয়ে দিয়েছিল তারা।

ভারতের বিপক্ষে শেষ বলে হেরে বিশ্বকাপ শুরুর পর জিম্বাবুয়ের কাছেও শেষ বলে হেরে গেল পাকিস্তান।