লঞ্চের ধাক্কায় মা-বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না শিশু সায়মার


ইয়াছিন মোড়ল প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন /
লঞ্চের ধাক্কায় মা-বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না শিশু সায়মার

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫ জনেরই মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে।

 

এদিকে ঢাকা নদীবন্দর ট্রাফিকের (সদরঘাট) যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ৫ জন মারা গেছেন। আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

তিনি আরও বলেন, ফারহান-৬ লঞ্চ পার্কিং করার সময় তাশরিফ-৪ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে রশি ছিঁড়ে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

 

ঈদের দিন বাড়ি ফেরার জন্য তিন বছরের শিশু সায়মা তার বাবা বিল্লাল এবং মা মুক্তার সঙ্গে ভোলার চরফ্যাশনগামী এমভি তাসরিফ লঞ্চে উঠতে চেয়েছিল। তবে অন্য একটি লঞ্চের ধাক্কায় শিশুটি বাবা-মায়ের সঙ্গে অনন্তকালের পথে পাড়ি

জমিয়েছে।