শ্যামনগরে বিএনপির সদ্য ঘোষিত সব কমিটি বিলুপ্ত

শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র পূর্বের কমিটিসহ সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যদিও তা নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ দুই নেতা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক উপজেলা বিএনপির কাউন্সিল হয় না। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর অনেক নেতা মৃত্যুবরণ করলেও সে জায়গা পূরণ করা হয়নি। এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।
এরপর রোববার (১৯ জানুয়ারি) রাতে শ্যামনগর উপজেলা বিএনপি’র ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ ছাড়া ঘোষণা করা হয় শ্যামনগর পৌরসভা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। খবর শ্যামনগরের ছড়িয়ে পড়লে ওইদিন রাত ১০টার দিকে পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টার পর সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলিম আরো একটি কমিটি অনুমোদন করেন। সেখানে আব্দুল ওয়াহেদকে আহ্বায়ক ও সোলায়মান কবীরকে সদস্য সচিব করা হয়।
তবে এই কমিটি ঘোষণার পর থেকে শ্যামনগরে বিএনপি দলীয় নেতা কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ কমিটির পক্ষে আনন্দ মিছিল অন্য পক্ষ কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
এরই মাঝে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দলটির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ও সংসদীয় এলাকা-৪ এর টিম প্রধান আব্দুল আলিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্যামনগরে বিএনপি’র সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এ নিয়ে শ্যামনগর উপজেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের নেতা-কর্মীদের ভিন্ন মতামত প্রদান করতে দেখা গেছে।
এর আগে রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন।
তবে কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী কিছু জানেন না বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন