আড্ডা–গল্প আর গানে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ বছর পূর্তিতে মিলনমেলা

স্কুলের বয়স ৭০ বছর। নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের কেউ রাষ্ট্রের মন্ত্রিপরিষদ সচিব, কেউ সিনিয়র সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় অথবা কলেজের শিক্ষক ,ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ আবার উদ্যোক্তা, নামকরা ব্যবসায়ী । স্কুলের ৭০ বছর পুর্তি উপলক্ষে নবীন এবং প্রবীণ এই শিক্ষার্থীদের মিলনমেলা বসে। অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো স্কুল। এতে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও শিক্ষক। তাঁদের গল্প-আড্ডায় জমে ওঠে মিলনমেলা।
৯ জুন সোমবার ৭০ বছরে পা রেখেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ” নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়” সূচনা গানের মাধ্যমে সোমবার শ্যামনগরের নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ৭০ বছর পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্ঠা শেখ বসির উদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে চালিকা শক্তি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন।
তিনি বলেন, ‘যাঁরা এই স্কুল থেকে জ্ঞান অর্জন করে সম্মানিত হয়েছেন, তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানদের ভবিষ্যতের নেতা ও নেতৃত্বের যোগ্যতায় তাদের গড়ে তুলব। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত।’ তিনি মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের কথা উল্লেখ করে বলেন, তাঁরা যখন এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিদ্যালয় ভবনটি মাটির ছিল। তাঁরা যদি মাটির বিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বড় জায়গায় যেতে পারেন, তাহলে এখনকার শিক্ষার্থীরা আরও ভালো করবে।’
আশালতা মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডি এম আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এনবিআরের সাবেক চেয়ারম্যান ড.আবদুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আবদুর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনার ডিআইজি রেজাউল হক, যশোর বোর্ডের চেয়ারম্যান আসমা বেগম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় ইংরেজি ১৯৫৫ সালে। এ বছর প্রতিষ্ঠানটি ৭০ বছর পূর্ণ করেছে।এ উপলক্ষে শেকড় ২ নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি শেখ বশির উদ্দিন।
এর আগে বেলা সাড়ে ১১টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নুরনগরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গণে শেষ হয়। নেতৃত্ব দেন স্কুলের প্রাক্তন ছাত্র সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র সচিব ডঃ মোহাম্মদ আব্দুল মজিদ।
পুনর্মিলনীতে আসা প্রাক্তন শিক্ষার্থী মুনির আহমেদ বলেন, ‘সহপাঠী ও একই স্কুলে পড়ুয়া বড় ভাই-বোনদের পেয়ে অন্য রকম একটা দিন কাটল আজ। পুরো আয়োজনটা ছিল বেশ সুখের। উপস্থিত হয়ে মনে হয়েছে, ছাত্রজীবনে আবারও ফিরে গেছি।’
অনুষ্ঠান ঘিরে প্রায় সপ্তাহ খানেক আগে থেকে বিদ্যালয়টিকে সাজানো হয় রঙিন রূপে। সড়কসহ স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা রঙিন বাতির আলোয় সবার দৃষ্টি কাড়ে। রাতে গানের আসরে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
আপনার মতামত লিখুন