সাতক্ষীরার ৫টি আসন পুনর্বহাল ও আশাশুনিকে নিয়ে স্বতন্ত্র আসন গঠনের দাবিতে বিক্ষোভ
আশাশুনি ও শ্যামনগর উপজেলা নিয়ে প্রস্তাবিত সাতক্ষীরা-৪ আসনের সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহাল ও আশাশুনিকে নিয়ে স্বতন্ত্র আসন গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২আগস্ট) বিকালে আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল আবছার মুর্তাজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ইসি প্রকাশিত সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের খসড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহাল করতে হবে। সেক্ষেত্রে আশাশুনিকে নিয়ে একটি ও শ্যামনগরকে নিয়ে একটি স্বতন্ত্র আসন ঘোষণা করতে হবে। এবং এটাই ছিল। কিন্তু আশাশুনি ও শ্যামনগরকে নিয়ে একটি আসন কোনভাবেই গ্রহণযোগ্য নয়, কেননা উভয়ের মধ্যে ভৌগোলিক অবস্থানগত কোনো সুবিধাজনক সম্পর্ক নেই।
বক্তারা এ ব্যাপারে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন