খুঁজুন
শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ টু

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ  টু

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে সমালোচনার ঝড় :বিক্ষোভ মিছিল

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে সমালোচনার ঝড় :বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসসংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে শ্যামনগরের সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর পৌরসভায় এসব কর্মসূচি পালিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার ২টি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল খবরটি ছড়িয়ে পড়লে শ্যামনগরের মানুষ ক্ষোভে ফেটে পড়ে শুরু হয় আলোচনা–সমালোচনা । রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না, মানব না’, ‘শ্যামনগর আসন ছিল, শ্যামনগর থাকবে’, ‘পুনর্গঠন সিদ্ধান্ত বাতিল কর, করতে হবে’ স্লোগান দিতে থাকেন।

পরে জেসি কমপ্লেক্স চত্বরে পথসভা করে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এ সময় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড.মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়ামন কবীর, জেলা বিএনপির সদস্য জি এম লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, যুবদল সভাপতি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটির আসন পুনর্বিন্যাস করে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পুনর্বিন্যাস করার আগে সাতক্ষীরা-৪ আসনটি শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও পাশের কালীগঞ্জ উপজেলার একাংশের ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। এবার পুনর্বিন্যাস করে শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠনের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্যামনগর উপজেলার সঙ্গে আশাশুনি উপজেলার সরাসরি যোগযোগ নেই। শ্যামনগর থেকে আশাশুনি যেতে হলে কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে অথবা নৌকায় বিশাল খোলপেটুয়া নদী পার হয়ে যেতে হয়।

অন্যদিকে সাতক্ষীরা-৩ আসনে ছিল আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একাংশ ৪টি ইউনিয়ন। পুনর্বিন্যাস করে কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ১৯৭০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের সর্ব দক্ষিণের সুন্দরবনঘেষা বৃহৎ উপজেলা শ্যামনগর একটি পৃথক সংসদীয় আসন সাতক্ষীরা -৫ ছিল। পরবর্তীতে ২০০৮ সালে নির্বাচন কমিশন নতুন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে শ্যামনগর আশাশুনীকে সাতক্ষীরা ৪ আসন হিসেবে খসড়া তালিকাভুক্ত করে। এটি নিয়ে সে সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সচেতন ব্যক্তি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিলে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা খুলনায় একটি শুনানী অনুষ্ঠানের আয়োজন করেন। শুনানিতে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বাস্তব অবস্থা উপলব্ধি করে নির্বাচন কমিশন শ্যামনগর ও আশাশুনীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ বিদ্যমান থাকায় শ্যামনগরের ১২টি ইউনিয়ন ও কালীগঞ্জের কাকশিয়ালী নদীর দক্ষিণ পাশের কালীগঞ্জের ৮টি ইউনিয়ন সর্বমোট ২০ টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা ৪ আসন গঠিত হয়। বর্তমানে নির্বাচন কমিশন ৩০ জুলাই”২০২৫ একটি বিজ্ঞপ্তিতে ২০০৮ সালে পূর্বের ন্যায় শ্যামনগর ও আশাশুনী উপজেলাকে
সাতক্ষীরা সংসদীয় ৪ আসন নিয়ে যে নতুন রুপরেখা দিয়েছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এখানে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত ঞ এবং ট অনুসরণ করা হয়নি।কালিগঞ্জ উপজেলার ভৌগোলিক অখন্ডতার কারণ দেখিয়ে ২০০৮ সালে শ্যামনগর এবং আশাশুনি সাতক্ষীরা চার আসন হিসেবে নির্বাচন কমিশনের খসড়া বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী আসনে ভৌগলিক অবস্থানের কারণে উপজেলার আংশিক অংশ নিয়ে নির্বাচনী এলাকা গঠিত হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন নির্বাচনী এলাকার ভৌগলিক অখন্ডতা বজায় রাখা সম্ভব হয়নি। তদপুরি প্রতিকূল পরিবেশের কারণে বাংলাদেশ জাতীয় সংসদের বিভিন্ন নির্বাচনী আসনে ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা সম্ভব হয়নি।

শ্যামনগর উপজেলা বাংলাদেশের একটি সর্ববৃহৎ উপজেলা এর সাথে যোগ করা হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলা এই দুই উপজেলা নিয়ে গঠিত হয়েছে সাতক্ষীরা সংসদীয় ৪ আসন। এই দুটি উপজেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতবিক্ষত হয় এইসব জনপদ । এই দুটি উপজেলার সঙ্গে সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা নেই এক উপজেলার থেকে আরেক উপজেলায় যেতে সময় লাগে ‌ প্রায় চার ঘন্টা।পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদীর উপর দিয়ে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ছাড়া শ্যামনগর ও আশাশুনির মধ্যে যোগাযোগের অন্য একটি ব্যবস্থা আছে শ্যামনগরের উপর দিয়ে বহমান খরস্রোতা খোলপেটুয়া নদী পার হয়ে পদ্মপুকুর ইউনিয়নের একটি ছোট করিডোর যা বাস্তবতার সঙ্গে কোনমতেও মানানসই নয়। শুধুমাত্র মানচিত্রে সংযুক্ত থাকলেও বাস্তবিক অবস্থা অনেকটা ভিন্নতর। নির্বাচনের সময় এই নদী পারাপার হতে মারাত্মক ঝুঁকিতে থাকবে নির্বাচনের প্রার্থী ও কর্মী সমার্থকরা। বড় নদী পারাপারে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনিতেই সামান্য প্রাকৃতিক দুর্যোগ হলেই দুই উপজেলার নদী পারাপারের নৌযান বন্ধ হয়ে যায়।এর আগে শ্যামনগরের ১১ইউনিয়ন ১টি পৌরসভা ও কালিগঞ্জ উপজেলার ৮ইউনিয়ন নিয়ে গঠিত ছিল সাতক্ষীরা সংসদীয় ৪ আসন এখানে মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল। সে কারণে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা ও কালীগঞ্জের আংশিক নিয়ে সাতক্ষীরা সংসদীয় ৪ আসন সঠিক ছিল বলে জনপদের মানুষ মনে করে ।বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের চারটি রেঞ্জের একটি শ্যামনগরে অবস্থিত হওয়ায় শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। পূর্বে শ্যামনগর এলাকা নিয়ে সাতক্ষীরা ৫ আসন গঠিত ছিল। নতুন সীমানা নির্ধারণের ফলে ভোটারদের প্রতিনিধিত্বে চরম বৈষম্য সৃষ্টি হবে এতে ভোটাধিকার ক্ষুন্ন হবে। শ্যামনগর দেশের সর্ববৃহৎ উপজেলা হওয়া সত্ত্বেও পূর্বের মতো পৃথক আসন না রেখে আশাশুনী উপজেলার সঙ্গে একীভূত করায় জমমনে দারুন অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি আগের সীমানা পুনঃ নির্ধারণ করা হোক অথবা শ্যামনগরকে একটি স্বতন্ত্র আসন হিসেবে ঘোষণা দেয়া হোক। খসড়া প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগকে মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্তের পরিবর্তন ঘটিয়ে আগের সিদ্ধান্তে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শ্যামনগরবাসী।

৩৯ সংসদীয় আসনে পরিবর্তনে এনে সীমানার খসড়া চুড়ান্ত

সুন্দরবন নিউজ২৪/ন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
৩৯ সংসদীয় আসনে পরিবর্তনে এনে সীমানার  খসড়া চুড়ান্ত

সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে।

বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

যে ৩৯ আসনের সীমানা পরিবর্তন আসছে

পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২ সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট -২, ৩, আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকারীদের আন্তঃ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্টিত

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকারীদের আন্তঃ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্টিত

আজ ৩০ জুলাই বুধবার বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে উপকুলীয় এলাকার তৈরিকৃত কৃষিপ্রতিবেশবিদ্যা শিক্ষণ কেন্দ্রের চর্চাকারীদের আন্তঃ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্টিত হয়েছে।শ্যামনগরের উপকূলীয় ২৪ জন উদ্যোগ গ্রহণকারী এতে অংশগ্রহণ করেন।

এই অভিজ্ঞতা বিনিময়ে কর্মএলাকার পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগর, ইশ্বরীপুর ও শ্যামনগর সদর ইউনিয়নের শিখন কেন্দ্রের ২৪ জন উদ্যোগ গ্রহনকারী মুন্সিগঞ্জের লোকনাথ মন্ডলের, রমজাননগরের রফিকুল ইসলাম ও কেরামত আলীর এবং ও শ্যামনগর সদর ইউনিয়নের দেলোয়ারা, নিমাই মন্ডল, গঙ্গা রানীর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকারী কৃষানী মলিনা রানী বলেন,‘কানে শোনার চেয়ে দেখা অনেক ভালো। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আমরা আজ এই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনেক উদ্যোগ ও চর্চা সম্পর্কে দেখতে ও জানতে পেরেছি। এটি আমাদের শিক্ষন কেন্দ্র গুলো উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। আজ আমরা বিভিন্ন পদ্ধতি যেমন টাওয়ার, স্যালাইন, কলস, বস্তা, মালচিং, সমন্বিত খামার, ক্যারেট সহ অব্যবহারিত বিভিন্ন জিনিসে (বালতি, গামলা, মাটির মালসা, পট ইত্যাদি) সবজী চাষ হচ্ছে সেসব পদ্ধতি দেখতে পেলাম।’

পরিদর্শনে অংশগ্রহনকারী, গোবিন্দ, কেরামত আলী, নিমাই মন্ডল ও কনিকা রানীরা জানান যে, ‘আমরা দুর্যোগ এলাকায় বাস করি। প্রতিনিয়ত আমাদেরে এই দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হচ্ছে। তার জন্য আমাদের বিভিন্ন অভিযোজন কৌশল, প্রশিক্ষণ ও উপকরণ দরকার যেটা বারসিকের সহায়তায় এই অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে পেয়েছি। আমরা প্রতিনিয়ত আমাদরে বাড়ি গুলো বিভিন্ন ভাবে সাজাচ্ছি। গত দুই বার আমরা বিভিন্ন বাড়ি পরিদর্শন করেছি যার মাধ্যমে বাড়ি গুলো সমৃদ্ধ হচ্ছে এবং আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে।’

আযোজনকারী বারসিক কর্মকর্তারা জানান যে, ‘বারসিক দীর্ঘদিন ধরে উপকুলীয় এলাকায় কাজ করছে। সে কাজের ধারবাহিকতায় অন্যান্য কাজের সাথে শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নে ২৫ টি শিখন কেন্দ্র তৈরির পরিকল্পনা আছে যার মধ্যে ইতিপূর্বে ১৯ টি সেন্টার তৈরি হয়েছে। যারা নিজের উন্নয়নের পাশপাশি এলাকার বিভিন্ন উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। তাদের বাড়ি গুলো এক একটি শিখন কেন্দ্রে রুপান্তরিত করার চেষ্টা করছে। সে লক্ষ্যে ধারাবাহিক কর্মসুচি চলমান রয়েছে।’