রেমিটেন্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসী বাংলাদেশিদের


MD Anowarul Islam প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২২, ৮:২৯ পূর্বাহ্ন / ৭৬
রেমিটেন্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসী বাংলাদেশিদের

সুন্দরবন নিউজ অনলাইন ডেস্ক : এখন থেকে স্বদেশে রেমিটেন্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসী বাংলাদেশিদের। অভ্যন্তরীণ রেমিটেন্স পরিচালনার জন্য সোমবার (৭ নভেম্বর) থেকে ব্যাংকগুলো কোন ধরনের ফি নেবে না।

এই সিদ্ধান্ত এমন সময়ে আসলো, যখন টানা দুই মাস ধরে কমেছে, রেমিটেন্স প্রবাহ কমেছে। যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়াচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই পদক্ষেপ বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

রবিবার (৬ নভেম্বর) সোনালী ব্যাংক ভবনে অনুষ্ঠিত, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেমিটারদের সুবিধার্থে, ছুটির দিনেও বৈদেশিক বিনিময় সংস্থাগুলো খোলা থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সোমবার (৭ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।