১ অক্টোবর থেকে ওমান যেতে পারবে বাংলাদেশীরা


Admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২০, ১২:৪৬ অপরাহ্ন / ৩৫৭
১ অক্টোবর থেকে ওমান যেতে পারবে বাংলাদেশীরা

আটকে পড়া প্রবাসীদের সৌদির পর ওমানে ফেরা নিয়ে সমস্যা কেটে গেছে।
ওমান সরকার গতকাল বৃহস্পতিবার বাংলাদেশকে জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে আটকে পড়া বাংলাদেশিরা ওমানে ফিরতে পারবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকেও আমরা একটা ভালো খবর পেয়েছি। ওমানের যাঁরা এখানে আটকে আছেন, তাঁরা নিশ্চিন্তে যেতে পারবেন।’

মন্ত্রী বলেন, ‘ওমান সরকার আমাদের নোট ভারবাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে আছেন, তাঁরা যদি ওমানে যেতে চান, তাহলে তাঁরা দূতাবাসের অনাপত্তি সনদ ছাড়াই যেতে পারবেন।
শুধু থাকতে হবে ওমানের বৈধ ইকামা পরিচয়পত্র, বৈধ পাসপোর্ট, কভিড-১৯ পিসিআর টেস্ট রিপোর্ট।
এ ছাড়া ওমানে যাওয়ার পর তাঁদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

তিনি বলেন, ‘আগামী ১ অক্টোবর থেকে ওমানগামী যেকোনো এয়ারলাইনসে করে আটকে পড়া বাংলাদেশিরা ওমানে যেতে পারবেন।’